ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫

করোনার দ্বিতীয় ডোজ টিকা নিলেন রাষ্ট্রপতি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৯, ৬ মে ২০২১

Ekushey Television Ltd.

প্রথম ডোজ নেওয়ার ৫৭ দিন পর করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও টিকার দ্বিতীয় ডোজ নেন।

বৃহস্পতিবার (৬ মে) বঙ্গভবনে রাষ্ট্রপতি কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ নেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

টিকা নিয়ে এই মহামারিকালে রাষ্ট্রপতি দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বলেও জানান জয়নাল আবেদীন। এর আগে ১০ মার্চ কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিয়েছিলেন আবদুল হামিদ।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি